বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
সিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ঢালাই মিক্সার মেশিনে ধাক্কা খেয়ে দুই বাইক আরোহীর মৃত্যু হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) রাতে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক মহাসড়কের বাগবাটি ইউনিয়নের পিপুলবাড়িয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাগবাটি ইউনিয়নের দত্তবাড়ি গ্রামের বেলাল হোসেনের ছেলে কলেজছাত্র আব্দুল হাকিম (২২) ও হরিণা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে মুদি ব্যবসায়ী সৌরভ আলী (৩৫)।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মানিক হোসেন জানান, রাস্তার ঢালাই কাজে ব্যবহৃত মিক্সার মেশিনটি পিপুলবাড়িয়া এলাকায় রাস্তার পাশে দাঁড় করা ছিল। দুই আরোহী মোটরসাইকেল আরোহী রতনকান্দি থেকে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মিক্সার মেশিনটিতে ধাক্কা খায়।
এতে মোটরসাইকেলটি মিক্সার মেশিনের ভেতরে ঢুকে পড়ে ঘটনাস্থলেই এক আরোহী নিহত হয়। অপর আরোহীকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মার্কিন প্রতিনিধি পরিষদও রিপাবলিকানদের নিয়ন্ত্রণে যাচ্ছে
এতে অন্তত ক্ষমতার প্রথম দুই বছর ডনাল্ড ট্রাম্প অনেকটা নিশ্চিন্তে নিজের নির্বাচনি প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের সুযোগ পাবেন।
তথ্যসূত্র: বাংলানিউজ