দাউদার মাহমুদকে পদোন্নতি দিল বিএনপি

আপডেট: জানুয়ারি ৩, ২০২৪, ১:৪৫ অপরাহ্ণ


সিংড়া (নাটোর) প্রতিনিধি :


সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদকে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদে পদোন্নতি দেয়া হয়েছে। মঙ্গলবার (২ জানুয়ারি) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

দাউদার একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপির মনোনিত প্রার্থী ছিলেন। এছাড়া তিনি সিংড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, পৌর বিএনপির সভাপতি ও সিংড়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সিংড়ায় কেন্দ্রীয় বিএনপির সব কর্মসূচি সফলভাবে পালন করেন দাউদার মাহমুদ। তিনি রাজনৈতিক মামলায় একাধিকবার কারাবরণ করেছেন।
দাউদার মাহমুদ নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনোনিত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশনায়ক তারেক রহমান এবং রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে খালেদা জিয়ার মুক্তি এবং একদফা দাবি আদায়ের সকল আন্দোলন সফলভাবে পালন করে আগামীতে নাটোর জেলা বিএনপিকে এগিয়ে নিয়ে যেতে চান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ