রবিবার, ২০ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর দামকুড়া থানার টেংরামারী গোপালপুর এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে আরএমপি’র দামকুড়া থানা পুলিশ। খবর বিজ্ঞপ্তির।
গ্রেফতারকৃত আসামি শাহিন আলম রাজশাহী মহানগরীর দামকুড়া থানার টেংরামারী গোপালপুর গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, আসামি শাহিন আলমের বিরুদ্ধে আরএমপি’র দামকুড়া থানায় মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা মুলতবি ছিল।
আসামি শাহিন আলমকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে দামকুড়া থানা পুলিশ। দামকুড়া থানা পুলিশের একটি টিম বুধবার (২০ জুন) টেংরামারী গোপালপুরে দিবাগত রাত পৌনে ২ টায় আসামীর বাড়িতে অভিযান চালিয়ে শাহিন আলমকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, দামকুড়া থানার এসআই মো: সাহাদত আলী ৭ জুলাই ২০২২ রাত সাড়ে ১১ টায় দামকুড়া থানার টেংরামারী এলাকা থেকে আসামি শাহিনকে ৩ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করেন। এসআই মো: সাহাদত আলী আসামি শাহিনের বিরুদ্ধে এজাহার দায়ের করলে দামকুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়। মামলাটি তদন্ত শেষে দামকুড়া থানার এসআই আব্দুল করিম আসামি শাহিনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।
আদালত বিচার শেষে এক রায়ে আসামি শাহিনকে এ সাজা প্রদান করেন।