দামকুড়া এলাকায় ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট: আগস্ট ২, ২০২৪, ১০:২৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহী মহানগরীর দামকুড়া থানার হরিপুর বাজার এলাকা থেকে ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১ আগস্ট) রাতে এ অভিযান চালায় রাজশাহী র‌্যাব-৫ এর সদস্যরা। গ্রেপ্তারকৃর নাম হাফিজুল্লাহ মোল্লা (৩০)। তিনি নগরীর দাসপুকুর এলাকার রুহুল আমিনের ছেলে।

র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল জানতে পারে এক মাদক ব্যবসায়ী ব্যাটারি চালিত অটোরিকশা যোগে গোদাগাড়ীর সীমান্তবর্তী এলাকা থেকে রাজশাহী নগরীর দিকে আসছে। এমন সংবাদ পেয়ে র‌্যাব দামকুড়া থানার হরিপুর বাজারে চেকপোস্ট স্থাপন করে। ওই চেকপোস্টে গ্রেপ্তার করা হয় হাফিজকে। পরে তার অটোরিক্সা থেকে ১৯৬ বোতল ফেন্সিডিল উদ্ধার ও অটোরিকশা জব্দ হয়।

র‌্যাব জানায়. হাফিজুর মোল্লা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি পেশায় ইজিবাইক চালক হলেও নিজ পেশার আড়ালে দীর্ঘদিন যাবত আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ফেন্সিডিল পাচার করে আসছিল। পরে তাকে দামকুড়া থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

Exit mobile version