মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক :
র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল বুথবার (২৬ জুন) সাড়ে ১০ টায় রাজশাহী মহানগরীর দামকুড়া থানার বেড়পাড়ায় অভিযান চালিয়ে ১০৯ বোতল ফেসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। খবর বিজ্ঞপ্তির।
ধৃত আসামী কাশিয়াডাঙ্গা থানার মো. সেলিমের ছেলে রবিন শেখ (১৯)। এসময় ফেনসিডিল ছাড়াও আসামীর কাছ থেকে মোবাইল ফোন ১টি, সিম কার্ড ১ টি উদ্ধার করা হয়।
ধৃত আসামী একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে পেশায় একজন রিক্সাচালক। পেশার আড়ালে সে চতুরতার সাথে বিভিন্ন পণ্য ও যাত্রী পরিবহনের আড়ালে ভারতীয় সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রয় ও সরবরাহ করে থাকে।
আসামীর বিরুদ্ধে মহানগরীর দামকুড়া থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।