দামকুড়াহাট উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা ও মেধা পুরস্কার বিতরণ

আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০২৩, ১০:৫৯ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি:


দামকুড়াহাট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল। প্রধান অতিথি‘র বক্তব্যে তিনি বলেন, ক্রীড়াই শক্তি, শরীর সুস্থ রাখতে ক্রীড়ার কোনো বিকল্প নাই। তাই লেখাপড়ার সাথে সাথে শিক্ষার্থীদের অবশ্যই খেলাধূলায় অংশ নিতে হবে। শিক্ষার্থীদের প্রতি তার বিশেষ অনুরোধ, তারা মাদক ও সন্ত্রাস থেকে দূরে থাকবে। তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ।
এসময় বিশেষ অতিথি ছিলেন, ৩ নম্বর দামকুড়াহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, ৭ নম্বর দেওপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. বেলাল উদ্দিন সোহেল, রাজশাহী জেলা পরিষদের সদস্য ও দামকুড়াহাট উচ্চ বিদ্যালয়ের প্রস্তাবিত সভাপতি মো. তাফিকুল ইসলাম, সাবেক সহকারী প্রধান শিক্ষক আব্দুল মান্নান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, দামকুড়াহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আলী। অনুষ্ঠানের সঞ্চলনা করেন, সহকারী শিক্ষক মনোয়ার হোসাইন।