দায়িত্ব থেকে অব্যাহতি চান রাবির আইআর বিভাগের সভাপতি

আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২৪, ৮:৩০ অপরাহ্ণ

রাবি প্রতিবেদক


ব্যক্তিগত কারণে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর দেওয়া এক আবেদন পত্রে তিনি এই অপারগতার কথা উল্লেখ করেন।



আবেদন পত্রে ড. শরিফুল ইসলাম লিখেছেন, আমি গত ০৩ মে আন্তর্জাাতিক সম্পর্ক বিভাগের সভাপতির দ্বায়িত্ব নিয়েছিলাম। ব্যক্তিগত কারণে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতির দ্বায়িত্ব আমার পক্ষে পালন করা সম্ভব নয়। এমতাবস্থায় আজ ২৪ সেপ্টেম্বর অপরাহ্ন থেকে বিভাগের সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়ার জন্য আপনাকে বিনীত ভাবে অনুরোধ করছি।

অব্যাহতি চাওয়ার কারণ সম্পর্কে জানতে ড. শরিফুল ইসলামের মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।

ড. শরিফুল ইসলামের আবেদন গ্রহণ করা হয়েছে কিনা জানতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. শেখ সা’দ আহমেদের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ