দিনব্যাপি রবীন্দ্র সঙ্গীত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০১৭, ১২:১৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক



নগরীতে দিনব্যাপি রবীন্দ্র সঙ্গীত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ রাজশাহী শাখার আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালা সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৫টায় সমাপ্ত হয়। মিয়াপাড়া সাধারণ গ্রন্থাগারে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালায় ৬৯ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
সকালে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার অধ্যাপক ড. আব্দুস সালাম। সভাপতিত্ব করেন, সম্মিলন পরিষদ রাজশাহী শাখার সভাপতি তাপস মজুমদার। উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ও সংগঠনের সহসভাপতি ড. দুলাল রায়, আব্দুর রাকিব প্রমুখ। সঞ্চালনা করেন, সম্মিলন পরিষদের সদস্য ইলোরা আহমেদ। প্রশিক্ষণ দেন, রবীন্দ্রসঙ্গীত শিল্পী রকিবুল হাসান রবিন ও ¯িœগ্ধা অধিকারী।
বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক ড. সুশান্ত অধিকারী ও দৈনিক সোনার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত।
আগামী ১০ ফেব্রুয়ারি একই স্থানে সংগঠনটি রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ