দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবি-বিএসএফ’র রাখী বন্ধন উৎসব

আপডেট: আগস্ট ৮, ২০১৭, ১:৫০ পূর্বাহ্ণ

দিনাজপুর প্রতিনিধি


দিনাজপুরের হিলি সীমান্তে রাখী বন্ধন উৎসব বিজিবি-বিএসএফ’র সদস্যরা-সোনার দেশ

ভাইয়ের কপালে দিলাম ফোটা, যম দুয়ারে পড়লো কাটা। দুই দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সৌহাদ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে গতকাল সোমবার দিনাজপুরের বাংলা হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখায় অনুষ্ঠিত হলো বিজিবি ও বিএসএফ সদস্যদের মধ্যে রাখি বন্ধন উৎসব।
গতকাল সকাল ১১টায় দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্তের শুন্যরেখায় উৎসবে অংশ নেন বিএসএফ ও বিজিবি’র নারী ও পুরুষ সদস্যরা। বিজিবি ও বিএসএফ একে অপরকে মিষ্টি খাইয়ে ও রাখি পরিয়ে দিয়ে রাখিবন্ধন উৎসব পালন করেন। বিএসএফের নারী সদস্যরা বিজিবির পুরুষ সদস্যদের হাতে রাখি পরিয়ে দেন ও মিষ্টি মুখ করান। অপরদিকে বিজিবির নারী সদস্যরাও বিএসএফের পুরুষ সদস্যদের হাতে রাখি পরিয়ে দেন ও মিষ্টি মুখ করান। এসময় বিএসএফের পক্ষ থেকে বিজিবিকে মিষ্টিও উপহার দেয়া হয়। সীমান্তে দুবাহিনীর মাঝে রাখি বন্ধন উৎসবটি যেন মিলন মেলায় পরিণত হয়েছিল।
বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার মাহবুব আলম জানান, সীমান্তে দুই বাহিনীর মাঝে সৌহার্দ, সম্প্রীতি ও ভাতৃত্ববোধ বজায় রেখে স্ব স্ব অবস্থানে থেকে যেন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি এজন্য দুদেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলিতে একে অপরকে মিষ্টিসহ বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়ে থাকে।
বিএসএফের হিলি ক্যাম্প কমান্ডার মিথেল শেখর জানান, রাখি বন্ধন ভারতের জাতীয় উৎসব এ উপলক্ষ্যে আজকে আমরা বিজিবিকে মিষ্টি খাইয়ে ও রাখি বেধে ভাইবোনের সম্পর্ক স্থাপন করেছি। এ সম্পর্কের ফলে সীমান্তে দায়িত্বপালন করতে সহায়ক ভূমিকা পালন করবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ