দিনাজপুরে এসিড প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা

আপডেট: জুলাই ২০, ২০১৭, ১২:৫৭ অপরাহ্ণ

দিনাজপুর প্রতিনিধি


দিনাজপুরের বেসরকারি সংস্থা আরডিআরএস‘র আয়োজনে এসিড বিক্রেতা ও ব্যবহারকারীদের সচেতনতা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সকালে বেসরকারি সাহায্য সংস্থা আরডিআরএস দিনাজপুর ইউনিটের আয়োজনে ও সদর উপজেলা পরিষদের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুুর রহমানের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আরডিআরএস’র এসিড প্রতিরোধ কর্মসুচির ব্যবস্থাপক তপন কুমার সাহা।
মতবিনিময় অনুষ্ঠানে প্রতিবেদনের উপর মুক্ত আলোচনা করেন জেলা ব্র্যাক প্রতিনিধি মো. মহসিন আলী, অনুঘটক সংস্থার নির্বাহী পরিচালক মো. আনারুল ইসলাম বাবলু, এইড কুমিল্লার সমন্বয়কারী মো. দেলোয়ার হোসেন, পল্লী শ্রী’র প্রজেক্ট ম্যানেজার রওনক আরা হক রিপা, এমবিএসকে’র মোর্শেদা পারভীন মৌলি, জুয়েলার্স মালিক সমিতি জেলা শাখার সভাপতি মোফাজ্জল হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মো. আসাদুজ্জামান।

এ বিভাগের অন্যান্য সংবাদ