বুধবার, ১৮ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ৪ জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ ।
দিনাজপুর প্রতিনিধি
হাওরে দুর্গত এলাকাসহ সারাদেশের মানুষের খাদ্য নিশ্চিত ও খাদ্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে গত বৃহস্পতিবার দিনাজপুরে খাদ্য অধিকার বাংলাদেশ নামক সংগঠন মানববন্ধন, সমাবেশ ও প্রচারাভিযান করেছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে খাদ্য অধিকার বাংলাদেশ হাওর এলাকাসহ সারা দেশের মানুষের খাদ্য নিশ্চিত ও খাদ্য অধিকারের দাবিতে মানববন্ধন করে। মানববন্ধন চলাকালীন সমাবেশে বক্তব্য দেন সংগঠনের জেলা শাখার সভাপতি রাজিয়া হোসেন, সাধারণ সম্পাদক যাদব চন্দ্র রায়, যুবলীগ নেতা আখতারুজ্জামান পলাশ, পৌর কাউন্সিলর কাজী আকবর হোসেন অরেঞ্জ, অধ্যক্ষ প্রফেসর পিয়ার উদ্দিন আহমেদ প্রমুখ। সমাবেশ শেষে খাদ্য অধিকারের দাবিতে প্রচারপত্র বিলির মাধ্যমে ক্যাম্পেইন করে সংগঠনটির নেতাকর্মীরা।