শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে জাল টাকাসহ ২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার সকাল পর্যন্ত বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুস সবুর জানান, উপজেলার হিলি সীমান্ত এলাকার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের বাসিন্দা সুলতানের বাড়িতে এক ব্যক্তি জাল টাকা নিয়ে অবস্থান করছে এমন খবর পেয়ে তার নেতৃত্বে অভিযান চালায় পুলিশ। এসময় সেখান থেকে রাসেল মিয়াকে (৩০) গ্রেফতার করে তার হেফাজতে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ৩৫টি ৫শ টাকার জাল নোট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত রাসেল টাঙ্গাইল জেলা সদরের দেলদোয়া গ্রামের আবদুল মান্নানের ছেলে।