রবিবার, ৪ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
দিনাজপুর প্রতিনিধি
ডেম্যু ট্রেন লাইনচ্যুত হওয়ার ১৫ ঘন্টা পর দিনাজপুর-পঞ্চগড় রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। স্টেশন মাস্টার ও পয়েন্ট ম্যানকে কর্তব্যে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
দিনাজপুর রেল স্টেশনের সুপার গোলাম মোস্তফা জানান, রোববার সন্ধ্যা ৭ টায় কাঞ্চন রেলওয়ে স্টেশনের সামনে ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী ডেম্যু ট্রেনটির ১টি বগি লাইনচ্যুত হয়। কাঞ্চন স্টেশনে পয়েন্ট ত্রুটির কারণে রেলের একটি বগি লাইনচ্যুত হয়। ফলে দিনাজপুর-পঞ্চগড় রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সোমবার ভোরে পার্বতীপুর থেকে উদ্ধারকারী ট্রেন এসে বগিটি উদ্ধার করে। ১৫ ঘন্টা পর সোমবার সকাল সাড়ে ১০ টায় ট্রেন চলাচল শুরু হয়। লাইনচ্যুতের ঘটনায় কাঞ্চন রেলওয়ে স্টেশন মাস্টার ইদ্রিস আলী খান ও পয়েন্টম্যান খাদেমুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
রেলওয়ে লালমনিরহাট ডিভিশনের ডিভিশনাল ট্রাফিক সুপারিনটেনডেন্ট আব্দুল্লাহ-আল-মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, সাড়ে ১০ টা থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। দায়িত্বে অবহেলার কারণেই ২ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।