দিনাজপুরে নব্য জেএমবির হামলার প্রস্তুতির মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

আপডেট: আগস্ট ১১, ২০১৭, ১২:৫৩ পূর্বাহ্ণ

দিনাজপুর প্রতিনিধি


দিনাজপুরে রেল স্টেশনে হামলার প্রস্তুতি নেয়ার সময় আটক তিন নব্য জেএমবির সদস্যের বিরুদ্ধে দায়েরকৃত মামলার সাক্ষ্যগ্রহণের প্রথম দিন গতকাল বৃহস্পতিবার বাদীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। আগামী ২৯ সেপ্টেম্বর তিন জনের সাক্ষ্য নেয়া হবে।
বৃহস্পতিবার দুপুরে দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ওয়ালিউল ইসলামের আদালতে হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া রেল স্টেশনে হামলার প্রস্তুতি গ্রহণের চাঞ্চল্যকর মামলার সাক্ষ্যগ্রহণের প্রথম দিনে মামলার বাদী ডিবির এসআই ফরিদুল ইসলাম সাক্ষ্য দিয়েছেন। মামলায় গ্রেফতারকৃত তিন নব্য জেএমবির সদস্য হাকিমপুর উপজেলার পাউসগাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে আবু নাঈম ফারুকী আজম ওরফে নাঈম, একই উপজেলার বাগদোড় গ্রামের লুৎফর রহমানের ছেলে মোজাহিদুল হক ওরফে মাফতুস এবং ঘোড়াঘাট উপজেলার দেওগ্রামের হারুনুর রশিদের ছেলে গালিবুর রশিদ গালিবকে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় আদালতে হাজির করা হয়। তিন নব্য জেএমবি সদস্যের পক্ষে তাদের আইনজীবী অ্যাড. মিজানুর রহমান জামিনের আবেদন করেন। মামলার তিন জন সাক্ষী ডিবি পুলিশের এসআই হাবিবুল ইসলাম, এসআই বজলুর রশিদ ও এএসআই সানোয়ার হোসেনকে ২৯ সেপ্টেম্বর আদালতে হাজির হয়ে সাক্ষ্য দেয়ার জন্য সমনজারি করা হয়।
২০১৬ সালের ২১ জুন রাতে হাকিমপুর উপজেলার সীমান্তবর্তী ডাঙ্গাপাড়া রেলওয়ে স্টেশনের পাশে ঈদগাহ মাঠ থেকে ডিবি পুলিশ ওই তিন নব্য জেএমবি সদস্যকে আটক করে। আটক ৩ জন ২০১৬ সালের ২৫ জুন বিচারকের নিকট স্বেচ্ছায় জঙ্গি ও নাশকতা কর্মকাণ্ডের বর্ণনা দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিলে পুলিশ প্রশাসনের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়। তাদের জবানবন্দীতে জেলার বেশ কয়েকজন শীর্ষ নেতা ও সরকারি কর্মকর্তাকে হত্যা করার জন্য তাদের পরিকল্পনার বিষয় প্রকাশ পেয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ