বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ, ১২ ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ ।
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বখতিয়ার আহমেদ কচি কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার ভোরে দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গায় কোতয়ালী পুলিশ অভিযান চালিয়ে একাধিক মামলার পলাতক আসামি শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বখতিয়ার আহমেদ কচি (৪০)কে গ্রেফতার করেন।
কোতয়ালী থানার এসআই মিজানুর রহমান মিজান জানান, তার বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। রোববার দুপুরে আদালতের মাধ্যমে কচিকে জেল হাজতে প্রেরণ করা হয়।