রবিবার, ২৬ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে চোরাচালান বিরোধী জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় হাকিমপুর উপজেলার মংলা সীমান্ত এলাকার সাতকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ২০ বিজিবি ব্যাটালিয়নের আয়োজনে জনসচেতনতামূলক মতবিনিময় সভায় বিজিবির দিনাজপুরের সেক্টর কমান্ডার কর্ণেল জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ শিবলী সাদিক।
সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান বন্ধ, বিট ও খাটাল কার্যক্রম পরিচালনা সম্পর্কে জনগনকে অবহিত করেন ২০ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল রাশেদ মোহাম্মদ আনিসুল হক, উপজেলা চেয়ারম্যান আকরাম হোসেন মন্ডল, ইউএনও শুকরিয়া পারভীন প্রমুখ।