সোমবার, ১৯ এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ, ৬ বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
দিনের আলো হিজড়া মংঘ অফিসের উদ্বোধন করেন আ’লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামন লিটন ও সাধারণ সম্পাদক ডাবলু সরকার- সোনার দেশ
দিনের আলো হিজড়া সংঘ অফিসের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ফিতা কেটে অফিসের উদ্বোধন করেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও নগর সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন। বিশেষ অতিথি ছিলেন, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
এসময় উপস্থিত ছিলেন, দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মিস মোহনা, সাধারণ সম্পাদক মিস সাগরীকা খান, সহ-সাধারণ সম্পাদক মিস পলি, কোষাধ্যক্ষ মিস জুলিসহ দিনের আলো হিজড়া সংঘের অন্যান্য সদস্যবৃন্দ। এসময় দিনের আলো হিজড়া সংঘের সার্বিক দিক নিয়ে আলোচনা। হিজড়া জনগোষ্ঠী পুনর্বাসন সংঘের নির্দিষ্ট জায়গা নিয়ে আলোচনা হয়।