দিনে গরম ও রাতে শীতে ।। আক্কেলপুরে হাসপাতালে বাড়ছে নানা রোগের পাদুর্ভাব

আপডেট: অক্টোবর ২৩, ২০১৬, ১১:৩৫ অপরাহ্ণ

আক্কেলপুর প্রতিনিধি
চলতি মাসে আক্কেলপুরে দিনের বেলায় চলছে প্রচ- গরম। রাত বাড়ার সাথে সাথে শুরু হচ্ছে কুয়াশার বাতাসে শীত। এজন্য  হাসপাতালে বাড়ছে শিশু ও বয়ঃবৃদ্ধদের স্বাসকষ্ট, সর্দ্দিকাশি, জ্বর ও ডায়রিয়াসহ অন্য শীতজনিত রোগের পাদুর্ভাব, বেড়েছে রোগীর সংখ্যা।
হাসপাতাল সূত্র জানায়, চলমান আবহাওয়াই শিশুদের ও বয়ঃবৃদ্ধদের মধ্যে নিউমোনিয়া, স্বাসকষ্ট, সর্দ্দি, জ্বর ও ডায়রিয়া বাড়ছে। প্রতিদিন হাসপাতালের বহিঃবিভাগে বিভিন্ন রোগের প্রায় আড়াইশত থেকে ৩শ রোগী চিকিৎসার জন্য আসেন। তাছাড়া প্রতিদিন রুগীর সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার মনিরুজ্জামান মানিক জানান, গত এক সপ্তায় আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আগত রোগীদের মধ্যে ৩০ ভাগ শিশুসহ বয়ঃবৃদ্ধ রোগী নিউমোনিয়া, শ্বাসকষ্ট, সর্দ্ধিকাশি ও ডায়রিয়াতে  আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য এসেছেন। যার সংখ্যা প্রায় ৫শ জন।