সোমবার, ২০ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৬ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
অনীক মাহমুদ
এই ঘোল অবিনাশ হাঁক ছাড়ে দফায় দফায়
কুষ্মান্ডের দল পেছনে পেছনে ধাওয়া করে
হাওয়ার কান ধরে ওরা ননীর পয়সা আদায় করতে চায়
ঠা-ার পরশ মাগে হাঁপানি বুড়ো সবদের আনি
ভাঁড়ের উপরে নুনের খুরি উড়ং ঝোলে বাংড়ের সাইডে
গ্লাসের ভেতরে ননী দিয়ে তালদানা জলযোগে এসব
না বুঝে না সুজেই অবিনাশ হাঁক ছাড়ে এই ঘোল
ঠা-া ঘোল
বেচারা অবিনাশ বিনাশের তল্পি বয়েই পেতে গেল ভূত বড়শি
তার ভাগ্যে ডাড়ক্যা পানোচোখা মাছও জুটলো না
পরের মাইন্দা উপরে রাত রাজ দামোদন পানিতে কাম্যান পায়ে পায়ে জড়িয়ে পড়ে শৈশব-যৌবনের ইনিসাপ
ছেলেটাও খুঁজে বেড়ায় পড়সি আয়তির দমছা কানাচি
পড়ে এলো বেলা মিইয়ে এলো গালের কোটরে
দিব্যি জমা রাখা যাবে হাসির পাথর
পেটের নাড়িরা মিছিল করে ঘোঁট পাকায় ভিতরে ভিতরে
বহুদিন বিছানায় এপাশ ওপাশ করেছে বেচারা
শেষতক ভার নিয়ে বেরুতেই হয়Ñ পড়তে হয় টেঙ্গুস খেয়ে ঘাঁটায়
বৈশেখের রদ্দুরে এক গ্লাস ঘোল টুস্ করে ডাকে