শনিবার, ২৫ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
নেইমার চলে গেলে তার শূন্যতা পূরণে নাকি পাওলো দিবালাকে পেতে চায় বার্সেলোনা। গণমাধ্যমের এমন গুঞ্জনের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেন নি জর্জো কিয়েল্লিনি। তবে ইউভেন্তুস ডিফেন্ডারের মতে, মানের দিক থেকে তার সতীর্থ এখনও নেইমারের পর্যায়ে পৌঁছায় নি।
গণমাধ্যমের খবর অনুযায়ী, নেইমারকে নিতে তার বাই আউট ক্লজের ২২ কোটি ২০ লাখ ইউরো দিতে প্রস্তুত পিএসজি। নেইমার নিজেও নাকি ফ্রান্সে পাড়ি জমাতে চান।
বার্সেলোনা অবশ্য নেইমারকে ধরে রাখতে মরিয়া। তবে শেষ পর্যন্ত ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ছাড়তে বাধ্য হলে তার বিকল্প হিসেবে ক্লাবটি দিবালাকে দলে নিতে চায় বলে সংবাদমাধ্যমের খবর। কিয়েল্লিনির মতে, ২৫ বছর বয়সি নেইমার অনেক বড় মাপের খেলোয়াড়। বর্ষসেরা ফুটবলার হওয়ার দৌড়ে ক্রিস্তিয়ানো রোনালদো ও লিওনেল মেসিকে চ্যালেঞ্জ জানানোর সবচেয়ে ভালো সম্ভাবনা আছে তার। ইতালির প্রেমিয়াম স্পোর্তকে কিয়েল্লিনি বলেন, “দিবালার প্রতি আমাদের অনেক সম্মান ও শ্রদ্ধা আছে। তবে এই মুহূর্তে সে নেইমারের মানের নয়।” “গত মৌসুমে আমি বলেছিলাম, মেসি ও রোনালদোর পর্যায়ের নেইমার।”-বিডিনিউজ