দিল্লি সফরে হাসিনা, মোদীর সঙ্গে বৈঠকে কথা হতে পারে তিস্তা নিয়ে

আপডেট: মার্চ ১৪, ২০১৭, ১২:২২ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক



ঢাকা থেকে দিল্লি আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৮ এপ্রিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি বৈঠক করবেন। বাংলাদেশের বিদেশ মন্ত্রক সূত্রে এ খবর জানা গিয়েছে। ওই সূত্রটি জানিয়েছে, আগামী ৭ থেকে ১০ এপ্রিল হাসিনা দিল্লি সফরে আসছেন। তা নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। মোদীর সঙ্গে বৈঠকের পর ৯ এপ্রিল হাসিনা আজমির শরিফ যাবেন। পরের দিনই তিনি ঢাকায় ফিরবেন।
হাসিনার ভারত সফরে তিস্তার জলবণ্টন, গঙ্গা বাঁধের মতো অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্য দিকে, ভারতও দু’দেশের ‘সমন্বিত অংশীদারত্ব’কে গুরুত্ব দিতে প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে সহযোগিতার একটি রূপরেখা চুক্তি সইয়ের বিষয়কে অগ্রাধিকার দেবে বলে জানা গিয়েছে।
হাসিনার এই সফরের প্রস্তুতি এবং দু’দেশের মধ্যে শীর্ষ বৈঠকের বিষয়ে আলোচনা করতে গত মাসে ঢাকায় গিয়েছিলেন ভারতের বিদেশ সচিব এস জয়শঙ্কর। নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে ভারতের দীর্ঘ দিনের উদ্বেগ পুরোপুরি দূর করার কথা উল্লেখ করেন তিনি ওই সময়। ভবিষ্যতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, যোগাযোগ ব্যবস্থার মতো বিষয় যা সাধারণ মানুষের জীবনে পরিবর্তন আনতে পারে- হাসিনার দিল্লি সফরে আলোচনার টেবিলে এগুলো যাতে গুরুত্ব পায়, ভারত তাতে আগ্রহী। তবে, ওই সফরে তিস্তা ও গঙ্গার মতো বিষয়গুলো নিয়েই বেশি আগ্রহী ঢাকা। ঢাকার মতে, বাংলাদেশের জনগণ দ্রুত তিস্তা চুক্তি চায়। তিস্তা নিয়ে ভারতের দিক থেকে আন্তরিকতা ও উদ্যোগের যে অভাব নেই তা উল্লেখ করেছেন জয়শঙ্কর।
হাসিনার দিল্লি সফরের প্রস্তুতি নিয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা সোমবার বাংলাদেশের বিদেশ সচিব শহিদুল হকের সঙ্গে কথা বলেছেন।- আনন্দবাজার পত্রিকা