দীঘল দেহের যে মানুষটি

আপডেট: জুলাই ১১, ২০২৪, ১১:০৮ অপরাহ্ণ

 

 

(কবি মাকিদ হায়দার স্মরণে)
তন্ময় নিসার


যাওয়ার ব্যস্ততা আর বিদায়ের বাণী
দিয়ে, সব নিয়ে, যে যায় তার উপহার
বেদনার, তবু দিয়ে যায়, এই নিরালায়
বরষার মত। অবিরত

এই বেদনারা, তোমাকে ছাড়া কুরে খায়
নিজেকে। নিঝুম, ঝরা ফুল, শান্ত বকুল
পড়ে থাকে আর ছবি আঁকে
দৃষ্টির বাঁকে-বাঁকে।

নিয়ে ওই দীঘল মায়া, কাব্যের ছায়া
ছলছল চোখে তোমাকেই ডাকে।

Exit mobile version