রবিবার, ২৬ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তার বাবা বিখ্যাত ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাড়ুকোন। এর আগে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে বাবার লেখা একটি চিঠির কিছু অংশ পাঠ করেছিলেন দীপিকা। পরবর্তীতে তা ভাইরাল হয়ে যায়। এবার সেই চিঠি স্থান পেয়েছে পাঠ্যপুস্তকে।
ভারতের একটি স্কুলের ইংরেজি পাঠ্যপুস্তকে চিঠিটি সংযোজন করা হয়েছে। দীপিকার একজন ভক্ত মাইক্রোব্লগিং সাইট টুইটারে পাঠ্যপুস্তকের ওই অংশটুকু পোস্ট করেন। পরবর্তীতে দীপিকা ‘ওয়াও’ লিখে ফিরতি একটি টুইট করেন। এর আগে অনুপ্রেরণামূলক চিঠির বইয়ে স্থান পেয়েছিল চিঠিটি।
প্রকাশ পাড়ুকোন তার দুই মেয়ে দীপিকা ও আনিশাকে উদ্দেশ্য করে এই চিঠিটি লিখেছিলেন। চিঠিতে সফল মানুষ হওয়ার পথ প্রদর্শন ও তারপরও মাথা অবনত রাখার বিষয় উল্লেখ করা হয়েছে। তারা যে কাজটি করছে সেটিকে ভালোবাসতে, যে কোনো পরিবর্তনে ভূমিকা রাখতে এবং দিনশেষে পরিবার এবং বন্ধুরাই সব এ কথা মাথায় রাখতে বলেন তিনি। রাইজিংবিডি