দুঃসংবাদ পেলেন ক্রিস গেইল

আপডেট: ডিসেম্বর ২, ২০১৬, ১২:১২ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক



বিগব্যাশের দল মেলবোর্ন রেনেগেডস থেকে বাদ পড়েছেন ক্রিস গেইল। বিগ ব্যাশ আসর ২০১৬ এর জন্য নতুন তিন খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করেছে রেনেগেডস। আগের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে ক্যারিবীয় ব্যাটিং দানব গেইলকে।
গতবার বিগব্যাশ আসর চলাকালীন টিভি উপস্থাপিকাকে আপত্তিকর প্রস্তাব দেওয়ার অপরাধে বিগব্যাশে গেইলকে নিষিদ্ধ করা হয়। তবে গেইল বাদ পড়লেও এবার রেনেগেডসে ঠাঁই পেয়েছেন তার স্বদেশী স্পিনার সুনীল নারিন। এবারের মৌসুমের রেনেগেডসের স্পিন বিভাগে নারিনের সঙ্গে যুক্ত হয়েছেন ব্রাড হগ। আর ব্যাটিংয়ে নতুন করে যুক্ত হয়েছেন মার্কাস হ্যারিস।
মেলবোর্ন রেনেগেডসে সুনীল নারিনের সঙ্গে রয়েছেন ডোয়াইন ব্রাভো। পুরো টুর্নামেন্টেই এখানে খেলবেন ব্রাভো।বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ঢাকা ডায়নামাইটসের হয়ে মাঠ মাতাচ্ছেন ব্রাভো।
২০১৬ আসরে মেলবোর্ন রেনিগেডসে যুক্ত হয়েছেন যারা :১.মার্কাস হ্যারিস, ২.ব্রাড হগ, ৩.সুনীল নারিন
২০১৬ আসরে মেলবোর্ন রেনিগেডস থেকে বাদ পড়েছেন যারা : ১. ক্রিস গেইল, ২. নাথান হারিজ, ৩. ক্যামেরুন গ্যানন।

এ বিভাগের অন্যান্য সংবাদ