বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
এম সাখাওয়াত হোসেন, মহাদেবপুর
দুইদিনের টানা বর্ষণে পানির নিচে চলে গেছে মহাদেবপুরের রাস্তাঘাট। ইউএনও’র বাড়ির পাশে (বামে) ও শয়নকক্ষের হাটু পানি-সোনার দেশ
গত দুই দিনের লাগাতার বর্ষণে নওগাঁর মহাদেবপুর উপজেলা পরিষদ চত্তরের ইউএনও’র শয়ন কক্ষেসহ শহরের অধিকাংশ এলাকায় হাটু পানি জমেছে। এতে জণজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। যানবাহন চলাচলে ব্যহত হচ্ছে। এছাড়াও অতিবর্ষণের ফলে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নি¤্নাঞ্চল পানির নিচে তলিয়ে যাওয়ার ফলে চলতি মৌসুমে রোপণকৃত রোপা আমন ধানের চারা বিনষ্টের আশংঙ্কা করছেন কৃষকরা। অতিবর্ষণের ফলে উপজেলা পরিষদ চত্তর, থানা রোড, হাসপাতাল রোড, কলেজ রোড, শিবগঞ্জ মোড় এলাকার অধিকাংশ বসতবাড়িতে পানি ঢুকেছে। এমনকি ইউএনও’র শয়ন কক্ষেও জমেছে হাটু পানি। গতকাল রোববার সরজমিনে ইউএনও’র বাসায় গিয়ে দেখা যায় তার নিচ তালার শয়ন ঘরের খাট, সোফাসেট, চেয়ার, টেবিল, আলমারিসহ অন্যান্য আসবাবপত্র পানিতে ডুবে রয়েছে। উপজেলা সদরের বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে যাওয়া ও বসতবাড়িতে এবং শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে পানি ঢুকে পড়ায় জন জীবনে নেমে এসছে দূর্ভোগ। উপজেলা নির্বাহী অফিসার মোবারক হোসেন জানান, উপজেলা পরিষদ চত্তরের তার সরকারি বসভবনের নিচতলার পুরো ফ্লোর পানিতে ডুবে গেছে। তিনি আরো বলেন, তার এ সরকারি বাসভবনসহ উপজেলা চত্তরের সরকারি কর্মকর্তাদের অনেক বাসাতে পানি ঢুকে পড়েছে।