দুই জেলায় সড়কে প্রাণ গেল চারজনের

আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০২৪, ১:০৩ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক :গাজীপুর ও রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গাজীপুরে তিনজন এবং রাজধানীতে একজন নিহত হয়েছেন।

গাজীপুরগাজীপুরের কালিয়াকৈরে সিমেন্টবোঝাই ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দু’জন আহত হয়েছেন।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শিলাবৃষ্টি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

রাজধানীতে নিহত নারী স্বামীর মোটরসাইকেলে করে কর্মস্থলে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় জেরিন তাসনিম (২৭)। নামের এক নারী নিহত হয়েছেন।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালের দিকে রাজধানীর সবুজবাগে মানিকদিয়া ক্লাবের সামনের মোড়ে ট্রাকচাপায় নিহত হন জেরিন। এ ঘটনায় তার স্বামী ফখরুল আহত হয়েছেন। তিনি মোটরসাইকেল চালাচ্ছিলেন।
তথ্যসূত্র: জাগোনিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ