দুই দিনব্যাপি বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ডের বৃত্তি পরীক্ষা শুরু

আপডেট: ডিসেম্বর ৮, ২০২৩, ৭:০১ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:


বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ড এর অধিনস্থ বিদ্যালয় সমুহের শিক্ষার্থীদের অংশগ্রহণে দুইদিনব্যাপি বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। নগরীর রাজশাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটির আয়োজনে এই বৃত্তি পরীক্ষার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহী বিভাগের আহ্বায়ক গোলাম সারওয়ার স্বপন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিক ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনি।

নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহী মহানগরের সচিব ফারুক হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহী সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ড এর উপ-পরীক্ষা নিয়ন্ত্রক গোলাম কিবরিয়া ও নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি চন্দ্রিমা থানার সভাপতি সাইদুর রহমান। এছাড়াও বিভিন্ন থানার সভাপতি, সচিব, প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য এবারে রাজশাহীতে রাজশাহী আদর্শ উচ্চ বিদ্যালয় ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল বিদ্যালয়ে পরীক্ষা গ্রহন করা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ