দুই দিনের রিমান্ডে জেএমবি ক্যাডার মাহমুদ

আপডেট: আগস্ট ৭, ২০১৭, ১:০৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক


রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জ সীমান্ত থেকে গ্রেফতারকৃত জেএমবি ক্যাডার মাহমুদ হাসানকে (৪০) জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল রোববার দুপুরে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাহনাজ পারভীন তার এই রিমান্ড মঞ্জুর করেন।
রাজশাহী জেলা জজ আদালতের পরিদর্শক খুরশিদা কনা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১ আগস্ট ভোররাতে বাঘার মীরগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে মাহমুদকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ওই দিন সন্ত্রাসবিরোধী আইনের মামলা গ্রেফতার দেখিয়ে পুলিশ আদালতের মাধ্যমে মাহমুদকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠায়। ওই দিন আদালতে তার রিমান্ডেরও আবেদন করেছিল পুলিশ। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ জানান, মাহমুদ সরদারের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার রামরামা পূর্বপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের দিন মোহাম্মাদের ছেলে। মাহমুদ থানার ৪৬ নম্বর তালিকাভুক্ত জেএমবি সদস্য বলেও জানান বাঘা থানা পুলিশের এই কর্মকর্তা।

এ বিভাগের অন্যান্য সংবাদ