শনিবার, ১২ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
লাল মাটির পিচে হবে ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট। এইধরনের উইকেট থেকে সাধারণত সুবিধা পায় পেসাররা। কিন্তু ভারতের প্রথম একাদশ বাছতে গিয়ে অবাক করলেন সুরেশ রায়না। দুই পেসার, তিন স্পিনার নিয়ে খেলার পক্ষে ভারতের প্রাক্তনী।
তিনি মনে করেন শেষপর্যন্ত কালো মাটির পিচেই খেলা হবে। যা থেকে সুবিধা পাবে স্পিনাররা। তাঁর পছন্দের তিন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা এবং কুলদীপ যাদব। পেসারদের মধ্যে যশপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজকে রাখছেন ভারতের প্রাক্তন তারকা।
সুরেশ রায়না বলেন, ‘আমার মতে পাঁচজন বোলার নিয়ে খেলা উচিত ভারতের। তারমধ্যে তিনজন স্পিনার থাকা উচিত, দু’জন পেসার। গত কয়েক বছরে লাল বলের ক্রিকেটে ভাল খেলছে সিরাজ। বুমরা সম্বন্ধে কিছু বলার নেই।
গত কয়েক বছরে ও ভারতীয় দলের জন্য যা করেছে, কোনও ফাস্ট বোলার করতে পারেনি। স্পিনারদের মধ্যে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা এবং কুলদীপ যাদবের খেলা উচিত। ভারতীয় পিচে অশ্বিন-জাদেজা জুটি ভয়ঙ্কর। কালো পিচ, চেন্নাইয়ের আবহাওয়া এবং হওয়ার বিরুদ্ধে এই জুটি বাংলাদেশের ব্যাটিং লাইন আপে ধস নামানোর জন্য যথেষ্ঠ।’
বর্তমানে ৬৮.৫২ শতাংশ রেটিং নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে একনম্বরে রয়েছে ভারত। শীর্ষস্থান দখলে রাখতে বাংলাদেশ সিরিজ জিততে বদ্ধপরিকর রোহিতরা। এরপর নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ রয়েছে।
রায়না জানান, তাঁর এই পরামর্শ শুধুমাত্র পিচের চরিত্র এবং বর্তমান ফর্মের বিচারে। পাশাপাশি জানান, দলের সেরা কম্বিনেশন একমাত্র রোহিত শর্মা বাছতে পারবেন। শোনা যাচ্ছিল, এবার চেন্নাইয়ের পিচ লাল মাটির হবে। সেক্ষেত্রে সুবিধা পাবে পেসাররা।
সেটা হলে তিন পেসার নিয়ে খেলতে পারে ভারত। শ্রীলঙ্কায় স্পিনের বিরুদ্ধে নাস্তানাবুদ হয় ভারতীয় দল। একদিনের সিরিজ হাতছাড়া হয়। বাংলাদেশেও ভাল স্পিনার রয়েছে। তাই কোনও ঝুঁকি নিতে চাইছে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
তথ্যসূত্র: আজকাল অনলাইন