শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
সোমালিয়ায় অভিযান পরিচালনাকালে বৃহস্পতিবার দুই মার্কিন নাবিক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১২ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মার্কিন সামরিক বাহিনি। বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
যুক্তরাষ্ট্র সেন্ট্রাল কমান্ড জানায়, নাবিকদের খুঁজে বের করতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।
মার্কিন নৌবাহিনির পঞ্চম ফ্লিট এলাকায় নিখোঁজ ওই দুই নাবিক ‘বিভিন্ন মিশনে সহযোগিতা করছিলেন।’
সংক্ষিপ্ত ওই বিবৃতিতে নাবিকরা যখন নিখোঁজ হয়েছিল তখন তারা কী করছিল সে সম্পর্কে কোনো অতিরিক্ত তথ্য জানানো হয়নি।
বিবৃতিতে বলা হয়েছে, ‘ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সম্মান দেখিয়ে এই সময়ে আমরা আরো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করব না।’
তথ্যসূত্র: বাংলাুিট্রবিউন