দুই মাস ধরে বেতন পাচ্ছেন না মুখ্যমন্ত্রী! মাইনে হচ্ছে না আট লক্ষ সরকারি কর্মীরও

আপডেট: ফেব্রুয়ারি ১০, ২০২৫, ১০:১৩ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক


বেতন পাচ্ছেন না খোদ মুখ্যমন্ত্রী। দুই মাস ধরে মাইনে পাচ্ছেন না রাজ্যের প্রায় আট লক্ষ সরকারি কর্মচারি। এর মধ্যে রয়েছেন পাঁচ লক্ষ স্কুলশিক্ষক এবং তিন লক্ষ সরকারি কর্মী। ৫০ হাজার চুক্তিভিত্তিক কর্মীর মাইনেও বাকি রয়েছে।

বিহারে ঘটেছে এমন কাণ্ড। মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের পাশাপাশি মন্ত্রী, বিধায়ক, সরকারি আমলা কেউই মাইনে পাচ্ছেন গত দু’মাস ধরে। রাজ্য সরকার সূত্রে খবর, বেতন বণ্টনে নতুন সফটওয়্যার এনেছে বিহার সরকার। সেই ব্যবস্থায় সমস্যার জেরেই বেতন আটকে রয়েছে এত দিন ধরে। গত ৩ জানুয়ারি সরকারি বেতন ব্যবস্থা আরও সুষ্ঠ করার জন্য সিএফএমএস ২.০ নামক নতুন একটি সফটওয়্যার চালু করার হয়। কিন্তু প্রযুক্তিগত সমস্যা দেখা দেওয়ায় বেতন চালু করা যাচ্ছে না।

বিহারের অর্থ দপ্তরের তথ্য অনুযায়ী, প্রতি মাসে বেতন দিতে প্রায় ছয় হাজার কোটি টাকা খরচ হয় সরকারের। কিন্তু এই সমস্যার জেরে পাঁচ লক্ষ স্কুলশিক্ষক এবং তিন লক্ষ সরকারি কর্মীদের বেতন আটকে রয়েছে। ৫০ হাজার চুক্তিভিত্তিক কর্মীর ডিসেম্বর এবং জানুয়ারির মাইনেও বাকি রয়েছে।

বিহার সরকার প্রাথমিকভাবে ২০১৯ সালে আর্থিক ব্যবস্থাপনা সফটওয়্যার চালু করে। নতুন সংস্করণটি বেতনপ্রদান প্রক্রিয়াটিকে আরও উন্নত করবে বলে আশা করা হয়েছিল। কিন্তু পুরনো ব্যবস্থা থেকে সব তথ্য স্থানান্তর করতে গিয়েই প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে। এর ফলেই মাইনে দিতে দেরি।

উপ-মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী সম্রাট চৌধুরী গত ২৭ ডিসেম্বর জানিয়েছিলেন, কয়েক দিনের মধ্যেই সমস্যার সমাধান হয়নি। কিন্তু তা হয়নি। শুধু বেতনই নয়, বিভিন্ন খাতে টাকা দেওয়ার প্রক্রিয়ায় আটকে গিয়েছে।
তথ্যসূত্র: আজকাল অনলাইন

এ বিভাগের অন্যান্য সংবাদ