রবিবার, ৬ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
শ্রীলঙ্কাতে বাংলাদেশের মেয়েদের জয়রথ চলছেই। রবিবার ১০ রানে জিতে দুই ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করেছে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। শ্রীলঙ্কা তরুণ ক্রিকেটারদের নিয়ে ‘এ’ দল গঠন করলেও বাংলাদেশ ‘এ’ দলে জাতীয় ক্রিকেটারদের আধিক্য বেশি।
মূলত বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ‘এ’ দলের মোড়কে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে ‘এ’ দল সেখানে খেলতে গেছে। জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ছাড়াও আছেন অভিজ্ঞ জাহানারা আলম ও শামীমা সুলতানা। অবশ্য নিয়মিত ম্যাচ জিতলেও বাংলাদেশের মেয়েরা খুব বেশি প্রভাব বিস্তার করতে পারেনি।
রোববার সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ৯৭ রানের স্বল্প পুঁজি পায় বাংলাদেশ। জবাবে ৮ উইকেট হারিয়ে ৮৭ রানের বেশি করতে পারেনি স্বাগতিক মেয়েরা। তাতে দুই ম্যাচ আগেই ৩-০ ব্যবধান বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ নিশ্চিত হয়েছেছে।
টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ওপেনিং জুটিতে ভালো শুরু পায় বাংলাদেশ। ২.৪ ওভারে দুই ওপেনার দিলার আক্তার ও সাথী রানী মিলে ২৮ রান যোগ করেন। দিলার ১০ বলে ১৩ রান করে রান আউট হতেই অবশ্য ছন্দপতনও ঘটে। ওপেনার সাথী রানী এবং মিডল অর্ডার ব্যাটার রিতু মনি কেবল প্রতিরোধ গড়েছেন। সাথীর ব্যাট থেকে এসেছে ২৬ রানের সর্বোচ্চ ইনিংস। রিতু খেলেন অপরাজিত ২৫ রানের ইনিংস। অধিনায়ক নিগার সুলতানার ব্যাট থেকে আসে ১২ রানের ইনিংস। এই চার ব্যাটার ছাড়া আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
লঙ্কান বোলারদের মধ্যে মালশা শেহানী সর্বোচ্চ চারটি উইকেট নিয়েছেন। এছাড়া মাদুশানি নেন দুটি উইকেট।
৯৮ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভার ৮ উইকেট হারিয়ে ৮৭ রানে থামে লঙ্কানদের ইনিংস। সর্বোচ্চ ২২ রান আসে নীলক্ষণ সন্দামিনীর ব্যাট থেকে। ২১ রানের ইনিংস খেলেন কৌশিনী নুথিয়াঙ্গা।
বাংলাদেশের বোলারদের মধ্যে মারুফা আক্তার, রাবেয়া খান ও নাহিদা আক্তার দুটি করে উইকেট নিয়েছেন। এছাড়া সুলতানা খাতুন ও ফাহিমা খাতুন নেন একটি করে উইকেট।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন