দুই সপ্তা ধরে রুয়েটে শিক্ষা কার্যক্রম বন্ধ || শিক্ষকদের কর্মসূচি অব্যাহত, তদন্ত কমিটি গঠন

আপডেট: ফেব্রুয়ারি ৯, ২০১৭, ১২:০৫ পূর্বাহ্ণ

রাবি প্রতিবেদক



ক্রেডিট পদ্ধতি বাতিলের দাবি আদায়ে শিক্ষার্থীদের আন্দোলনের পর রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। কর্তৃপক্ষ শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার পর গত সোমবার থেকে শিক্ষকরা এ কর্মসূচি পালন করে আসছেন। আন্দোলন চলাকালে শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহারকারী শিক্ষার্থীদের শাস্তি না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার সিদ্ধান্তে অনড় শিক্ষক সমিতি। এতে বিশ্ববিদ্যালয়ে সৃষ্ট অচলাবস্থা কাটছে না। টানা দুই সপ্তাহ ধরে রুয়েটে বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম।
এদিকে গতকাল বুধবার শিক্ষকদের অভিযোগের প্রেক্ষিতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে ইন্সটিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কম্পিউটার সায়েন্স (আইআইসিএস) এর পরিচালক প্রফেসর ড. শহীদ উদ জামানকে। কমিটির অন্য সদস্যরা হলে, প্রফেসর ড. মো. আব্বাস আলী, প্রফেসর ড. মাজেদুর রহমান, ড. রবিউল ইসলাম ও ড. শাহেদ হাসান তুষার। কমিটি শিক্ষকদের অভিযোগের বিষয়ে তদন্ত করবে। তবে শিক্ষক সমিতি তাদের কর্মসূচি থেকে সরে আসছে না। বুধবার শিক্ষক সমিতি ক্লাশ-পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করেছে।
শিক্ষকদের অভিযোগ, শিক্ষার্থীরা তাদের আন্দোলন চলাকালে শিক্ষকদের অবরুদ্ধসহ বিভিন্নভাবে হেনস্তা করেন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষকদের নিয়ে বাজে মন্তব্যও করা হয়। তারা শিক্ষার্থীদের ওই আন্দোলনে শিক্ষকদের জিম্মি করে দাবি আদাায়ে উসকানিদাতা ও অসৌজন্যমূলক আচরণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান।
রুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল আলিম বলেন, দুর্ব্যবহারকারী শিক্ষার্থীদের শাস্তির বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। আমরা আজ (বুধবার) উপাচার্যের সঙ্গে বৈঠক করে আমাদের দাবির কথা বলেছি। সে অনুযায়ী তদন্ত কমিটি করা হয়েছে বলে শুনেছি। পরবর্তী অগ্রগতি দেখে আমরা সিদ্ধান্ত নেবো।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রফিকুল আলম বেগ বলেন, ‘শিক্ষকদের অভিযোগের বিষয়ে তদন্তের জন্য ৫ সদস্যের একটি কমিটি করা হয়েছে। কমিটিকে দ্রুত তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। শিক্ষক সমিতির সঙ্গে আলোচনা হয়েছে। তাদের বলেছি, শিক্ষকদের অভিযোগ তদন্ত করা হবে। তারা সভা করে তাদের সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে।’
রুয়েট সূত্রে জানা যায়, গত ২৮ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের ১৪ ও ১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ৩৩ ক্রেডিট পদ্ধতি বাতিলের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন করে আসছিল। সরকারি ও সাপ্তাহিক ছুটির বাহিরে সবদিনই তারা ওই কর্মসূচি অব্যাহত রাখেন। টানা আন্দোলনের পর ৫ ফেব্রুয়ারি কর্তৃপক্ষ দাবি মেনে নিলে শিক্ষার্থীরা কর্মসূচি প্রত্যাহার করে। এরপর ওইদিন রাতেই শিক্ষক সমিতির সভায় অনির্দিষ্টকালের ক্লাস-পরীক্ষা বর্জন করে ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়। পরদিন সোমবার থেকে তারা এই কর্মসূচি পালন করে আসছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ