মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
এসএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষাবোর্ডের ২টি বিদ্যালয়ের একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি। ফলে ্ওই দুই বিদ্যালয়ে শতভাগ ফেল। বিদ্যালয় দুটির একটি রাজশাহীর মোহনপুর উপজেলার ঢোরসা আদর্শ হাই স্কুল এবং অপরটি নওগাঁর আত্রাই উপজেলার বরাইকুড়ি আইডিয়াল গালর্স হাই স্কুল।
জানা গেছে, মোহনপুর ঢোরসা আদর্শ হাই স্কুল থেকে এবছর এসএসসি পরীক্ষায় এক পরীক্ষার্থী অংশ নেয় এবং বরাইকুড়ি আইডিয়াল গালর্স হাই স্কুল থেকে পাঁচজন পরীক্ষার্থী অংশ নিলেও দুই স্কুলের কেউ পাস করতে পারেনি।
বিষয়টি নিয়ে মোহনপুর ঢোরসা আদর্শ হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সালামের মুঠোফোনে কল করা হলেও তিনি রিসিভ করেনি। তবে এ বিষয়ে বরাইকুড়ি আইডিয়াল গালর্স হাই স্কুলের প্রধান শিক্ষক নবীর উদ্দিন বলেন, তার স্কুল থেকে এবছর পাঁচজন ছাত্রী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। সকলেই গণিত বিষয়ে ফেল করেছে। কারণ হিসেবে তিনি বলেন, দীর্ঘদিন ধরে গণিত বিষয়ের কোনো শিক্ষক নেই। তার পরেও বিগত বছরে ছয়জন এসএসসি দিলে পাঁচজন পাস করে। এমন ভরাডুবি ফলাফল হয়নি এর আগে।
তবে তিনি পরীক্ষার্থীদের খাতা পুনরায় দেখার জন্য আবেদন করবেন।
এ বিষয়ে রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল হক বলেন, ওই স্কুলগুলোর বিষয়ে মন্ত্রণালয় ব্যবস্থা নিয়ে থাকে। তবে বিষয়টি আমরা জানার চেষ্টা করব। কেনো এমন ফলাফল হলো।