দু’দিন বন্ধ থাকার পর আজ খুলছে স্কুল প্রাথমিক স্কুল সকাল ১০টা থেকে

আপডেট: জানুয়ারি ২৩, ২০২৪, ১২:১০ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:


রাজশাহীতে মৃদ্যু শৈত্যপ্রবাহের কারণে দু’দিন স্কুল বন্ধ থাকার আবারও খুলছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) আগের নিয়মে হাই স্কুলগুলো খুলবে। তবে সকাল ১০টা থেকে প্রাথমিকের ক্লাস শুরু হবে।
এর আগে শনিবার (২০ জানুয়ারি) রাতে তাপমাত্রা কমে যাওয়ার কারণে দু’দিন স্কুল বন্ধ ঘোষণা করেছিল শিক্ষা দফতর। ওইদিন রাতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা এবং প্রাথমিক শিক্ষা অধিদফতর একই সাথে এই ঘোষণা দেয়।

রাজশাহী অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের উপ-পরিচালক ড. শরমিন ফেরদৌস চৌধুরী সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী এবং বাংলাদেশ আবহাওয়া অধিদফতর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বিদ্যালয় বন্ধ থাকবে। রোববার ও সোমবার (২১ ও ২২ জানুয়ারি) রাজশাহী জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানকে বন্ধের নির্দেশনা দেওয়া হলো।

হাই স্কুল খোলার বিষয়টি নিশ্চিত করেছে জেলা শিক্ষা অফিসার মোহা. নাসির উদ্দিন। তিনি বলেন, সোমবার তাপমাত্রা স্বাভাবিক হয়ে গিয়েছিল। আবহাওয়া অফিস থেকে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছে। তাই মঙ্গলবার থেকে যথানিয়মে স্কুল খুলবে। তাপমাত্রা কমে গেলে আবারও স্কুল বন্ধ করা হবে।

এদিকে রাজশাহীর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, প্রাথমিক স্কুল খুললেও সময় পরিবর্তন করা হয়েছে। সকাল ৯টার পরবর্তিতে ১০ থেকে ক্লাস শুরু হবে। চলবে বিকেল চারটা পর্যন্ত। রুটিনও একই থাকবে। পরবর্তি নির্দেশনা না আসা পর্যন্ত চলতে থাকবে স্কুল।

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আবদুস সালাম বলেন, আগামী কয়েকদিন মৃদ্যু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এসময় দিনের তাপমাত্রা বাড়বে ও রাতের তাপমাত্রা কমবে। আশা করা হচ্ছে আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা স্বাভাবিক হয়ে যাবে।

তিনি আরও বলেন, সোমবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সকালে বাতাসের আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। আর বিকেলে বাতাসের আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ।

এর আগে মঙ্গলবার (১৬ জানুয়ারি) তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে এলে প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে বলে জানিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপসচিব (বিদ্যালয়-২) মোহাম্মদ কবির উদ্দীন স্বাক্ষরিত আদেশে এ নির্দেশনা দেয়া হয়।

এতে বলা হয়, দেশের বিভিন্ন জেলায় তীব্র শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। চলমান এ শৈত্যপ্রবাহে শিক্ষার্থীদের শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানা যাচ্ছে। এক্ষেত্রে যেসব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে, আঞ্চলিক উপ-পরিচালকরা ওইসব জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সাথে আলোচনা করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শীতের তীব্রতা ও স্থানীয় বাস্তবতা বিবেচনায় নিয়ে সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিতে পারবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ