নাটোর ও ঈশ্বরদী প্রতিনিধি:
নাটোর ও পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাবা-মেয়ে এবং নানা-নাতনি। এরমধ্যে নাটোরের লালপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা লেগে বাবা-মেয়ে নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) বেলা ১১টার দিকে নাটোর-পাবনা সড়কে গোধড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বনপাড়া হাইওয়ে পুলিশের ওসি মো. ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নিহত শাহরিয়ার শাকিল যশোরের কর্মস্থল থেকে পরিবার নিয়ে ইদের ছুটিতে নিজ বাড়িতে ফিরছিলেন। মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
নিহতরা হলেন- বগুড়া সদরের কইতলা এলাকার বাসিন্দা শাহরিয়ার শাকিল ও তার ২ বছরের মেয়ে সুমাইয়া আক্তার। আহতরা হলেন- সাকিলের স্ত্রী আয়শা আক্তার রুমী ও প্রাইভেটকারের চালক। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।
বনপাড়া হাইওয়ে থানার ওসি বলেন, ‘সকালে প্রাইভেটকারটি যশোর থেকে বগুড়া যাওয়ার পথে নাটোর-পাবনা সড়কে গোধড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায়। এ সময় প্রাইভেটকারের যাত্রী বাবা-মেয়ে ঘটনাস্থলেই নিহত হন।’
ওসি আরও জানান, নিহত বাবা-মেয়ের মরদেহ উদ্ধার করে বনপাড়া হাইওয়ে থানায় আনা হয়েছে। দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটিও থানায় আনা হয়েছে।
ইদের ছুটিতে নানার বাড়ি বেড়াতে এসেছিল পাঁচ বছরের শিশু মুনতাহা। নানা বাবুল সরদার নাতনিকে নিয়ে গিয়েছিল ট্রেন দেখাতে। কিš সেই ট্রেন দেখে আর ঘরে ফেরা হলো না তাদের। ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় বেঘোরে প্রাণ হারিয়েছেন নানা ও নাতনি দুজনই। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ঈশ্বরদী-খুলনা রেল রুটের বাঘইল দোতালা সাঁকোর ওপরে এ দুর্ঘটনা ঘটে। ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি জিয়াউর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ইদের ছুটিতে নানা বাড়ি বেড়াতে এসেছিলেন মুনতাহা। বৃহস্পতিবার সন্ধ্যায় নানা বাবুল সরদার তাকে নিয়ে বাঘইল দোতালা সাঁকোর ওপরে ওঠেন। এসময় ট্রেনের একটি সান্টিং ইঞ্জিনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান বাবুল সরদার। মুনতাহাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মুনতাহা ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের মিরকামারি গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে।
ঈশ্বরদী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, নাতনিকে ট্রেন দেখাতে এসে সান্টিং ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।