সোমবার, ২০ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৬ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
বঙ্গবন্ধু সিনিয়র মেন’স এশিয়ান সেন্ট্রাল জোন ইন্টারন্যাশনাল ভলিবলের ফাইনালে পৌঁছেছে আয়োজক বাংলাদেশ। গতকাল সোমবার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক বাংলাদেশ ৩-০ সেটে মালদ্বীপকে হারায়। আজ মঙ্গলবার বিকেল তিনটায় শিরোপা নির্ধারণী ম্যাচে বাংলাদেশ লড়বে কিরগিজস্তানের বিপক্ষে।
পুরো টুর্নামেন্টে কোনও ম্যাচে একটি সেটও ৩০ পয়েন্টে যায় নি। কিন্তু গতকাল বাংলাদেশ-মালদ্বীপ ম্যাচে প্রথম সেট শেষ হয় ৩০-২৮ ব্যবধানে। ম্যাচে ২২ পয়েন্টের পর থেকেই দুই দলের লড়াই ছিল দেখার মতো। ২৩-২৩, ২৪-২৪, ২৫-২৫, ২৬-২৬, ২৭-২৭ এরপর ২৮-২৮; শেষ দিকে বাংলাদেশে ২ পয়েন্ট তুলে জিতে নেয় সেটটি। দ্বিতীয় সেটটি বাংলাদেশ জিতে নেয় ২৫-১৬ পয়েন্টে আর তৃতীয় সেট জয় করে ২৮-২৬ পয়েন্টে। ৪ ম্যাচে তিন জয়ে ১০ পয়েন্ট নিয়ে ফাইনালে গেল বাংলাদেশ। রবিবার বাংলাদেশ ৩-২ সেটে হেরেছিল কিরগিজস্তানের বিপক্ষে। ফাইনালে সেই কিরগিজস্তানকেই পুনরায় মোকাবিলা করতে হচ্ছে সাঈদ আল জাবেরের দলকে। অপরদিকে ৪ ম্যাচের সবকটিতে জিতে সর্বোচ্চ ১১ পয়েন্ট পেয়েছে কিরগিজস্তান।-বাংলা ট্রিবিউন