রবিবার, ১৩ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
দুর্গাপুর প্রতিনিধি:
রাজশাহীর দুর্গাপুরে অবৈধভাবে পুকুর খননের অভিযোগে মোবাইল কোর্ট অভিযান চালানো করা হয়েছে। শনিবার (১৪ জুন) বিকেলে উপজেলার কিশোরপুর, উজালখলসী, আমগ্রাম ও কিসমত বগুড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন।
এসময় এ অভিযানে একটি এক্সাভেটর (ভেকু) মেশিন অকেজো করা হয়। সেই সাথে এক্সাভেটর (ভেকু)র ব্যাটারি জব্দ করা হয়। পাশাপাশি তিনটি মামলায় সর্বমোট ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে সড়ক পরিবহন আইনে দুটি মামলায় ২০ হাজার টাকা এবং বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী একটি মামলায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ইউএনও সাবরিনা শারমিন বলেন, “অনুমোদন ছাড়া পুকুর খনন একদিকে যেমন পরিবেশ ও কৃষি জমির ক্ষতি করে, অন্যদিকে তা সড়কেরও ব্যাপক ক্ষতিসাধন করে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।”
তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কর্মকা-ের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অভিযানে স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও অংশ নেন।