শনিবার, ১ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
দুর্গাপুর প্রতিনিধি
দুর্গাপুরে আবারো একটি মাটির বাড়ির শয়ন ঘরে ৩২টি গোখরা ও ৩০টি ডিম পাওয়া গেছে। গতকাল বুধবার দুপুরে দুর্গাপুর পৌর এলাকার শালঘরিয়া গ্রামের আবুল কালামের ছেলে শামীম হোসেনের মাটির বাড়িতে এসব সাপ পাওয়া যায়। ছোট ছোট ৩০টি বাচ্চা সাপ পিটিয়ে মারা হলেও বড় ২টি গোখরা সাপ সাপুড়ে হেফাজতে রয়েছে।
বাড়ির মালিক শামীম হোসেন জানান, দুপরে হঠাৎ তার ঘরের ভিতরে একটি বড় আকারের গোখরা সাপ ইঁদুরের গর্তে ঢুকতে দেখা যায়। এসময় বাড়ির লোকজন ইঁদুরের ওই গর্তের মুখ বন্ধ করে দেয়। পরে তিনি একই এলাকার মামুন নামের এক সাপুড়েকে ডেকে নিয়ে আসেন। সাপুড়ে এসে তার শয়ন ঘরের ইঁদুরের গর্ত খোড়াখুড়ি করতে শুরু করে। খোড়খুড়ির এক পর্যায়ে গোখরা সাপের বাচ্চা বের হয়ে আসতে থাকে। দীর্ঘক্ষণ খোড়াখুড়ির পর ওই গর্ত থেকে ৩০টি গোখরা সাপের বাচ্চা ও দুইটি বড় সাপ বেরিয়ে আসে। এসময় ৩০টি বাচ্চা পিটিয়ে মেরে ফেলা হলেও বড় দুইটি গোখরা সাপুড়ে হেফাজতে রয়েছেন। ওই গর্ত থেকে আরো ৩০টি ডিম উদ্ধার করা হয়। রাত পর্যন্ত সেখানে উদ্ধার কাজ চলছিলো।