মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
দুর্গাপুর প্রতিনিধি:
রাজশাহীর দুর্গাপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উদযাপিত হয়েছে। রোববার (১৭মার্চ) সকাল ১০ টায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী জাতীয় শিশু দিবস-২০২৪ উদযাপনে উপজেলা পরিষদ মিলনায়তনের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্থানীয় সংসদ পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর পক্ষ থেকে, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, দুর্গাপুর পৌরসভা, বাংলাদেশ আওয়ামী লীগ দুর্গাপুর উপজেলা ও পৌরসভা শাখা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বাংলাদেশ ছাত্রলীগ দুর্গাপুর উপজেলা ও পৌরসভা শাখা সহ উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া, ব্যবসায়ী সমিতি সহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি জানিয়ে দিবসের সূচনা হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে শিশু ছাত্রছাত্রীদের মাঝে চিত্রাংকন প্রতিযোগিতা, পুরস্কার বিতরনী ও বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসের ওপরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামাণিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভূমি কৃষ্ণচন্দ্র, থানা অফিসার ইনচার্জ খায়রুল ইসলাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, আব্দুল মোতালেব মোল্লা। উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোজাম্মেল হক, দুর্গাপুর মহিলা ডিগ্রী কলেজ অধ্যক্ষ আব্দুর রব, দুর্গাপুর পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক শরিফুজ্জামান শরিফ, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি রোকনুজ্জামান, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি গোলাম মোস্তফা শাওন,
পৌরসভা কৃষকলীগের সভাপতি প্যানেল মেয়র সোহেল রানা, আওয়ামী লীগ নেতা প্রভাষক আব্দুল মতিন, হাশেম আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল খান, সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিপন, পৌরসভার ছাত্রলীগের যুগ্ন আহবায়ক ইসরাফিল আলম, পৌরসভা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান সোহান, ছাত্রলীগ নেতা পারভেজ হাসান, ছাত্রলীগ নেতা জনি আহমেদ সহ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও রাজনৈতিক নেত্রীবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী ও ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন। আলোচনা সভার শেষে চিত্রা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।