রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
দুর্গাপুর প্রতিনিধি
দুর্গাপুর পৌর সদর দেবীপুরে একতা ক্রিকেট ক্লাবের উদ্যোগে কাউন্সিলর কাপের আয়োজন করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কাউন্সিলর কাপের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১,২,৩ নং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পারুল মনি। এসময় আরো উপস্থিত ছিলেন, কাঁঠালবাড়িয়া শহীদ আবুল কাশেম কারিগরি স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক সেলিম রেজা,মোজাম্মেল হক, দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আজিজ মন্ডল, আওয়ামীলীগের নেতা আবুল কাশেম, কাউন্সিলর কাপ পরিচালনা কমিটির সভাপতি ও একতা ক্লাবের সদস্য রকি ইসলাম,একাতা ক্লাবের সদস্য জাহাগীর আলম, রাশিদ খান প্রমুখ। উদ্বোধনী ম্যাচে অংশ গ্রহন করেন রাজশাহী বাইপাস ক্রিকেট ক্লাব ও দুর্গাপুর রাইজিং ক্রিকেট ক্লাব। খেলা পরিচালনা কমিটির সিদ্ধান্ত মতে খেলাটি ১২ ওভারে নির্ধারিত করে দেন। টসে জিতে রাজশাহী বাইপাস ক্রিকেট ক্লাব ব্যাট করতে নেমে সবকয়টি উইকেট হারিয়ে ৬৩ রান সংগ্রহ করেন। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে মধ্যে দুর্গাপুর রাইজিং ক্রিকেট ক্লাব ৭ ইউকেটে ৬৭ রান সংগ্রহ করেন। দুর্গাপুর রাইজিং ক্রিকেট ক্লাব ৩ ইউকেটে জয়লাভ করে।