দুর্গাপুরে কিশোরি ধর্ষণে অভিযুক্ত রাশেদকে পাবনা থেকে গেস্খফতার

আপডেট: জুন ২১, ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :


র‍্যাব-১২, সিপিসি -২ পাবনা ও র‍্যাব-৫, রাজশাহীর যৌথ অপারেশন দল শনিবার (২১ জুন) ১০ মিনিটে পাবনার আতাইকুলা থানার গয়েশবাড়ী এলাকায় অভিযান চালিয়ে কিশোরী ধর্ষণে অভিযুক্ত রাশেদ মিয়া (৩০)কে গ্রেফতার করা হয়েছে। সে রাজশাহীর দুর্গাপুর থানার কাঠালবাড়িয়ার রমজান মন্ডলের ছেলে। জিঞ্জাসাবাদে সে ধর্ষণের সত্যতা স্বীকার করেছে। খবর বিজ্ঞপ্তির।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ভিকটিম একজন নাবালিকা, সে অষ্টম শ্রেণির ছাত্রী। পূর্ব হতে আসামী রাশেদ ভিকটিমকে নানারকম ভয়ভীতি দেখিয়ে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। ২৭ মে ২০২৫ রাতে রাজশাহীর দুর্গাপুর থানার কাঠালবাড়িয়া গ্রামের ভিকটিমের চাচা সামেদ আলীর বাড়িতে ভিকটিম তরকারি নিয়ে যায়।

ভিকটিম বাড়িতে ফেরত আসার সময় পূর্ব হতে ওৎ পেতে থাকা আসামি রাশেদ রাত অনুমান ৮:৩০ ঘটিকায় ভিকটিমের বাড়ির সামনে হতে ভিকটিমকে পিছন থেকে মুখ চেপে ধরে নিয়ে কাঠালবাড়িয়া গ্রামের মুনবর শাহ-এর পেয়ারা বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ভিকটিমকে নানা রকম হুমকি ধামকি দিয়ে তারা এ ঘটনার ধামাচাপা দেওয়ার চেষ্টা করে।

পরবর্তীতে ২৮ মে ভিকটিমের পরিবার দুর্গাপুর থানায় মামলা দায়ের করেন। দূর্গাপুর থানার মামলা নং- ১৮, তাং- ২৮/০৫/২০২৫, ধারা- ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০২০) এর ৯ (১)/৩০।
গ্রেফতারকৃত আসামীকে রাজশাহী জেলার দূর্গাপুর থানার ধর্ষণ মামলা মূলে হস্তান্তর করা হইয়াছে ।

এ বিভাগের অন্যান্য সংবাদ