দুর্গাপুরে চাঁদা না দেওয়ায় যুবককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

আপডেট: নভেম্বর ১২, ২০২৪, ১০:০৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক


রাজশাহীর দুর্গাপুরে চাঁদা না দেওয়ায় যুবককে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে দুর্গাপুর থানায় মামলা দায়ের হয়েছে। বর্তমানে গুরুতর আহত শফিকুল ইসলাম রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের বিছানায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

মঙ্গলবার (১২ নভেম্বর) শফিকুল ইসলামের স্ত্রী আয়েশা বেগম বাদী হয়ে দুর্গাপুর থানায় চাঁদা দাবি ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন। এই মামলায় আটজনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার মাড়িয়া দক্ষিণপাড়ায় গ্রাম্য পশু ডাক্তার নাহিদের বাড়ির উঠানে জমি মাপজোকের জন্য ভূমি সার্ভেয়ার আসলে পার্শ্ববর্তী নিজের জমি বুঝিয়ে নেওয়ার জন্য একই গ্রামের শফিকুল ইসলাম উপস্থিত হয় এবং জমির কাগজপত্র ভূমি সার্ভেয়ারকে বুঝিয়ে দিতে থাকে। এসময় মাড়িয়া গ্রামের মৃত আব্দুর রশিদের পুত্র আলাউদ্দিন (৫০), আলাউদ্দিনের পুত্র রকি (২২), আব্দুর রশিদের পুত্র বেলাল হোসেন (৪৫), বেলালের পুত্র সোহান আলী (২০), আলমের পুত্র আজাদ আলী (৩৫), আবু বাক্কারের পুত্র মনি (২৫), মৃত আব্দুর রশিদের পুত্র মানিক (৫৫) ও কলিমুদ্দিন (৫২) লাঠিসোটা, লোহার রড, হাসুয়া, হাতুর সহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে উপস্থিত হয়ে শফিকুল ইসলামের কাছ ১ লাখ টাকা চাঁদাদাবি করে।

শফিকুল ইসলাম তাদের দাবীকৃত চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে ১ নম্বর আসামী আলাউদ্দিন শালাকে মেরে পুতে ফেল বলে হুকুম দেওয়ার সাথে সাথে ২ নম্বর আসামী রকি হাসুয়া দিয়ে শফিকুল ইসলামের মাথায় কোপদিলে সে মাটিয়ে লুটিয়ে পড়ে সেসময় অন্যান্য আসামীরা লোহার রড, লাঠিসোটা, হাতুরি দিয়ে বেধড়ক ভাবে পিটিয়ে হাত ভেঙে দেয়। এসময় শফিকুল ইসলামকে বাঁচাতে স্ত্রী আয়েশা বেগম (৪২) ও বড় বোন কমেলা বেগম এগিয়ে গেলে আসামীরা তাদেরকেও পিটিয়ে গুরুতর আহত করে।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দূরুল হোদা বলেন, মাড়িয়া গ্রামে জমি মাপা নিয়ে করার সময় মারপিটের ঘটনায় গুরুতর আহত শফিকুল ইসলামের স্ত্রী আয়েশা বেগম বাদী হয়ে চাঁদাদাবি ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন। মামলাটি তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।