দুর্গাপুরে ড্রেজার চাপায় চালক নিহত

আপডেট: মার্চ ১৪, ২০১৭, ১২:২১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক


রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ড্রেজারের চাপায় নুর উদ্দিন (৩৫) নামে এক চালক নিহত হয়েছেন। গত রোববার দিবাগত রাতে উপজেলার ঝালুকা গ্রামের গড়িল বিলে এ ঘটনা ঘটে। নিহত নুর চট্টগ্রামের সিতাকুণ্ডু উপজেলার কুমারিয়া গ্রামের মৃত আবু হানিফের ছেলে।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রহুল আলম জানান, গড়িল বিলে রেজাউল হোসেন নামে এক ব্যক্তি পুকুর খনন করছিলেন। গত রোববার দিবাগত রাত ১০টার দিকে পুকুর খনন শেষ হলে ড্রেজারটি পুকুর থেকে ওপরে তোলা হচ্ছিল।
এ সময় ড্রেজারটি উল্টে গেলে চালক নুর এর নিচে চাপা পড়েন। এর ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান ওসি।

এ বিভাগের অন্যান্য সংবাদ