সোমবার, ১৭ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
দুর্গাপুর প্রতিনিধি:
দুর্গাপুর উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসার রাজনৈতিক ব্যক্তিবর্গ জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সাথে নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা পরিষদ ও দপ্তর প্রধানদের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
সোমবার (২২ জানুয়ারি) দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে হলরুমে এ মতবিনিময় সভা ও বরণ অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভার দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া -দুর্গাপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা। বিশেষ অতিথি ছিলেন, দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উপজেলা আ’ লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব মোল্লা, সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণচন্দ্র, দুর্গাপুর থানার অফিসার ইনর্চাজ ( ওসি) খাইরুল ইসলাম, নওপাড়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, কিসমত গনকৈড় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পাননগর ইউপি চেয়ারম্যান আজার আলী, দেলুয়াবাড়ী ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম, ঝালকা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, মাড়িয়া ইউপি চেয়ারম্যান সম্রাট আলী, জয়নগর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, দুর্গাপুর পৌর আ’লীগের সভাপতি আজহার আলী, সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরীফসহ উপজেলা পরিষদের সব দপ্তরের দপ্তর প্রধানও উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় তিনবারের নির্বাচিত সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা উপজেলা পরিষদের সব দপ্তরের প্রধানদের কাছ থেকে নানাবিদ সমস্যা ও উন্নয়নমূলক বিষয় নিয়ে কথা বলেন। দপ্তরগুলোতে সাধারণ মানুষের সেবার মান বৃদ্ধি করতে হবে। কোনোভাবেই যেন আমার পা ফাটা সাধারণ মানুষ ভুক্তভোগী শিকার না হয়। কোনো বিষয়ে যদি দপ্তরের সমস্যা প্রয়োজনে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। এতেও কোনো মাধ্যম প্রয়োজন হবে না।
এ উপজেলার জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমাকে তার ভোট দিয়ে তাদের প্রতিনিধিত্ব করতে নির্বাচিত করেছেন। তাই আমি পরিষ্কারভাবে জানিয়ে রাখছি। আমি সবার এমপি, সবাই আমার কাছে সমান। কোনোভাবেই যেন কাজেকর্মে অনিয়ম করা না হয়। আগামী দিনে এই উপজেলা কে আধুনিক এবং ডিজিটাল উপজেলাতে পরিণত করতে হবে। এমনকি দেশের শ্রেষ্ঠ উপজেলা হিসাবে ভূষিত হবে ইনশাআল্লাহ।
এদিকে, দলীয় নেতাকর্মীদের দিকনির্দেশনা এবং উপদেশ দিয়ে যান। আগামীতে পরিষদের দপ্তরগুলোতে সেবা প্রত্যাশীরা যেন কোনো ভুক্তভোগীর শিকার না হয়। এমনকি আমার নেতাকর্মীরাও যেন কোনো কর্মকর্তার উপর হস্তক্ষেপ না করেন।