দুর্গাপুরে দুই দোকানে ২ লাখ টাকার মালামাল চুরি

আপডেট: ফেব্রুয়ারি ১, ২০১৭, ১২:০৫ পূর্বাহ্ণ

দুর্গাপুর প্রতিনিধি


দুর্গাপুর উপজেলার পৌরসদর এলাকা দেবীপুর বাজারের দুই ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই দুই ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রায় দুই লখাধিক টাকার মালামাল চুরি হয়েছে বলে দাবি দোকান মালিকের। গত সোমবার দিবাগত গভীর রাতে এ চুরির ঘটনা ঘটে।
ব্যবসা প্রতিষ্ঠানের মালিক সাইফুল ইসলাম জানায়, গত বছরের সেপ্টম্বর মাসের প্রথমে ব্যবসা শুরু করি। তারপর থেকে স্থানীয় কয়েকজন চোরসহ আশেপাশের আর কয়েকজন চোর বাজারে চলাফেরা শুরু করে। প্রতিদিন তারা রাত সাড়ে ৮টার সময় থেকে বাজারে প্রবেশ করে রাত ১টা থেকে ২টা পযন্ত ঘোরাঘুরি করেন।
তিনি আরো বলেন, গত সোমবার দোকানের জন্য প্রায় ৫০ হাজার টাকার বিভিন্ন ব্যান্ডের সিগারেট কোম্পানির কাছ থেকে ক্রয় করি। এসময় চোরেরা তাকে লক্ষ্যও করে। রাত ১২টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যায়। পরে মঙ্গরবার সকালে তিনি দোকান খুলে দেখে ওপরের টিন খোলা। এসময় তিনি আশেপাশের দোকান মালিকদের ডাকেন। তারা এগিয়ে এসে দেখে দোকানের ক্যাশের নগদ প্রায় ২০ হাজার টাকা (পাঁচ ও দুই টাকার পয়সা), দোকানের এলইডি কালার ২৪ ইঞ্চি টিভি ও সাবান, তেল, লোসন, ক্রিমসহ দোকানের মূল্যবান জিনিসগুলো চুরি করে নিয়ে যায়।
দুর্গাপুর থানার এসআই আবদুর জানান, দেবীপুর বাজারের সাইফুল ভ্যারাইটি স্টোর ও কামরুল ভ্যারাইটি স্টোরে এই চুরির ঘটনা ঘটেছে। তিনি আরো বলেন, চলতি মাসে  দুর্গাপুর উপজেলার কিশোরপুর, শ্যামপুর বাজারে একই কৌশলে চুরি ঘটনা ঘটে। দোকান চুরির এ চক্রটিকে অল্প সময়ের মধ্যে আটক করার চেষ্টা চলছে।
এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) রুহুল আলম বলেন, ঘটনার খবর পেয়ে থানার এসআই  আবদুর রাজ্জাককে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে চুরির ঘটনাটি নিয়ে মামলার প্রস্তুতি চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ