রবিবার, ২৬ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১২ আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ ।
দুর্গাপুর প্রতিনিধি
দুর্গাপুরে ভূমির শ্রেণির পরিবর্তন করে অবৈধভাবে পুকুর খননের অভিযোগে চার ব্যক্তিকে গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দ- প্রদান করেছেন। এই রায় প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রট ও সহকারী কমিশনার (ভূমি) রাজীবুল ইসলাম খান।
গতকাল সোমবার বিকেলে উপজেলার শালঘরিয়া ও বেলঘরিয়া গ্রামের বিলগুলোতে জমির শ্রেণি পরিবর্তন করে অবৈধভাবে পুকুর খনন করার অভিযোগে চার জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, বেলঘরিয়া গ্রামের হাছান আলী (৩০), আকুল কালাম আজাদ (৩২), রহিদুল ইসলাম (৪০) ও ড্রেজার মেশিনের ড্রাইভার আব্দুল মজিদ (৪০)। এ সময় পুকুর খনন বন্ধ রাখার আদেশও দেয়া হয়।
ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটককৃতদের মধ্যে রহিদুল ইসলামের সরকারি কাজে বাধা দানের অভিযোগে ৫ হাজার টাকা অর্থদ- অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদ-াদেশ দেন। পরে অর্থদ-ের টাকা পরিশোধ করে ছাড়া পান রহিদুল। এছাড়া অন্য ৩ জনকে বৈধ কাগজপত্র জমা দেয়ার শর্তে জিম্মা নামায় স্বাক্ষর নিয়ে ছেড়ে দেয়া হয়।