বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
দুর্গাপুর প্রতিনিধি
দুর্গাপুর উপজেলার আন্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে টিফিন ক্যারিয়ার বিতরণকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে দু’দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার জের ধরে গতকাল সোমবার সকালে আবারো মারপিটের ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতা ও আন্দুয়া গ্রামের ইউপি সদস্য আব্দুল মোতালেবের লোকজন স্থানীয় ছাত্রলীগকর্মী জহির রায়হান রাজাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, সোমবার সকাল ১০ টার দিকে স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদের ছেলে স্থানীয় ছাত্রলীগের একাংশের নেতা জহির রায়হান রাজা আমগাছী বাজারে আসলে প্রতিপক্ষ আওয়ামী লীগ নেতা ও আন্দুয়া গ্রামের ইউপি সদস্য আব্দুল মোতালেবের লোকজন জহিরকে হাতুড়ি ও লাঠি দিয়ে মারপিট করে। এ সময় জহির মোটরসাইকেল থেকে পড়ে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে জহিরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠিয় দেয়।
ছাত্রলীগ কর্মী জহির দাবি করেন, বাড়ি থেকে বাজার করার উদ্দেশ্যে আমগাছী বাজারে যায় সে। বাজার শেষে দুর্গাপুর সদরে ব্যাংকে যাবার পথে হামলাকারীরা তার মোটরসাইকেলের গতিরোধ করে তাকে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে। এ সময় সে মাটিতে পড়ে গেলে তার পরনের প্যান্টের পকেটে থাকা দুই লক্ষ ৬ হাজার টাকা বের করে নেয় হামলাকারীরা।
তবে আওয়ামী লীগ নেতা আব্দুল মোতালেব দাবি করেন, এ মারপিটের ঘটনার সাথে তার কোন ধরনের সম্পৃক্ততা নেই। এ ঘটনায় বিরোধ নিয়ে গত শুক্রবার আন্দুয়া স্কুল মাঠে বসে সমঝোতা করা হয়েছে। অন্য কোন কারনে জহিরকে কেউ মারধর করতে পারে।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রহুল আলম বলেন, এই ঘটনায় কোন মামলা হয় নি। তবে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত উপজেলার আন্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মাঝে টিফিন ক্যারিয়ার বিতরণকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে দু’দফা ধাওয়া পাল্টা ধাওয়া ও মারপিটের ঘটনা ঘটে।