বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
দুর্গাপুর প্রতিনিধি:
রাজশাহীর দুর্গাপুরে এক প্রতিবন্ধী নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়নের বখতিয়ারপুর হাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নারীর নাম আম্বিয়া খাতুন । তিনি ওই গ্রামের মৃত আব্দুল মালেকের কন্যা।
স্থানীয়রা জানান, জন্মগত ভাবেই আম্বিয়া খাতুন শারীরিক প্রতিবন্ধী। বুধবার দিনগত রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির বাইরে যায় আম্বিয়া। কিছুক্ষণ পর আম্বিয়ার চিৎকার শুনে তার মা গিয়ে দেখে আম্বিয়ার নিথর দেহ মাটিতে পড়ে আছে। এ সময় তাদের ডাক-চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে। পরে থানা পুলিশকে খবর দেয়া হয়।
পুলিশ জানায়, প্রতিবন্ধী ওই নারীর শরীরে কয়েকটি হাসোয়া বা কাঁচির কোপের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।