দুর্গাপুরে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

আপডেট: অক্টোবর ২৬, ২০১৬, ১১:৪১ অপরাহ্ণ

দুর্গাপুর প্রতিনিধি
দুর্গাপুরে শারমিন আকতার (১৪) নামে এক স্কুল পুড়য়া ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রসাশন। তিনি উপজেলার শ্যামপুর গ্রামের আমির আলীর মেয়ে ও নওপাড়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। গতকাল বুধবার বিকেলে বাল্যবিয়ের প্রস্তুতিকালে উপজেলা মহিলা বিষয়ক অধিদফতরের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে এ বিয়ে বন্ধ করে দেন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাক্বামাম মাহমুদা রিপা জানান, বুধবার স্কুল পুড়–য়া শারমিনের বিয়ের দিন ধার্য ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে উপজেলার শ্যামপুর গ্রামে আমির আলীর স্কুল পুড়য়া মেয়ে শারমিনের বাল্যবিয়ের প্রস্তুতি চলছে। এসময় আমার অফিসের হিসাব রক্ষক কাম-ক্রেডিট মিজানুুর রহমান ও অফিস সহায়ক আবদুল আওয়াল ঘটনাস্থলে গিয়ে শারমিনের বাল্যবিয়ে বন্ধ করে দেয়। পরে শারমিনের পিতামাতা মেয়ের বয়স না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দিবেন না বলে জানান।